বাউফলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাউফলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে  মতবিনিময়
মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিবাদ্যটি নিয়ে পটুয়াখালীর বাউফলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম ঝান্ডা ও উপজেলা মেরিন মৎস্য কর্মকর্তা রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, অতুল চন্দ্র পাল(দৈনিক ভোরের কাগজ),দেলোয়ার হোসেন ( দৈনিক প্রতিদিনের সংবাদ),অহিদুজ্জামান ডিউক (মাইটিবি),মিজানুর রহমান (প্রথম আলো),আরেফিন সহিদ (অফজারভার),জসিম উদ্দিন (মানবকন্ঠ),নাজিম উদ্দিন (আনন্দ টিবি),তোফাজ্জেল (মানবজমিন), ছোহরাব হোসেন (বেতার),হান্নান (স্বদেশ প্রতিদিন) সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় ৭দিনের কর্মসূচী ঘোষনা করা হয়।কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও পোষ্টার ব্যানার স্থাপন, মাছের পোনা অবমুক্তকরন,মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা।মৎস্য চাষীদের বিভিন্ন উপকরন বিতরণ। প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভা।মৎস্য সেক্টারে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।জেলা ও মৎস্য কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স মতবিনিময় সভা।